ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

চট্রগ্রাম কক্সবাজার মহাসড়ক জুড়েই অসংখ্য গর্ত : সংস্কারের উদ্যোগ নেই

এম আবুহেনা সাগর, নিজস্ব প্রতিবেদক ::   কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক জুড়েই যত্রতত্র স্থানে অসংখ্য ছোট বড় গর্তে ভরপুর হয়ে মরন ফাঁদে পরিনত হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কতৃপক্ষ নীরব দশর্কের ভুমিকা পালন করায় জনমনে নানান প্রশ্নের সৃষ্টি হচ্ছে। বেহাল সড়ক দ্রুত  সংস্কারের দাবী জানান সচেতন মহল।
দেখা যায়,সওজের অধীন মহাসড়কের জেলার অংশের সদরের ঈদগাঁও বাস ষ্টেশন,নতুন বাজার,নতুন অফিস,পানির ছড়া,ট্রান্সপোর্ট  জোয়ারিয়ানালা,চা বাগান,রামুসহ নানা অংশে সড়ক নাজুক অবস্থায় বললেই চলে। সড়কের মাঝ অংশ জুড়েই গর্ত বা খানাখন্দক সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গর্তের সাথে যোগ হয়েছে সড়কের উঁচু-নিচু অংশ। এসব এলাকায় সড়কের একপাশের অংশ উঁচু হয়ে আছে। রাস্তার মাঝের অংশ পাশের অংশের তুলনায় নিচু। রামু থেকে নতুন অফিস পর্যন্ত সড়কের কাহিল অবস্থা। মহাসড়কের অবস্থা ক্রমান্বয়ে বেহাল হচ্ছে। সড়ক খারাপ হওয়ায় নির্ধারিত সময়ে মালামাল পৌঁছানো যাচ্ছে না। দশ মিনিটের পথ আধ ঘন্টার ও বেশী সময় লাগে। তাই দ্রুত সময়ে মহাসড়কে খানাখন্দক কিংবা গর্ত সংস্কারের দাবী পথচারীদের।
তবে জেলা তরুন প্রজন্ম দলের সাধারন সম্পাদক মামুন সিরাজুল মজিদ কক্সবাজার প্রতিদিনকে জানান,মহাসড়কে গর্তের কারনে যানবাহন চালাতে গিয়ে কষ্ট পাওয়ার পাশাপাশি রোগীদের আসা যাওয়া নিয়ে নানা ভাবে দূর্ভোগ আর দূর্গতি পোহাতে হচ্ছে। সে সাথে দূর্ঘটনা ঘটেই চলছে।

পাঠকের মতামত: