ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

চকরিয়া হাইয়েস মাইক্রোবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

চকরিয়া প্রতিনিধি :   চকরিয়া হাইয়েস মাইক্রোবাস মালিক সমিতি’র ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল ১৩ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকাল ৫টা ৯মিনিটে নির্বাচনি ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।

নজরুল ইসলাম রাসেল (চেয়ার প্রতীক) ১৭৬ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নাছির উদ্দীন। তিনি পেয়েছেন (হরিণ প্রতীক) ৬৪ ভোট।

সাধারন সম্পাদক নুরুল আলম বাবু (চাকা প্রতীক) ১৬১ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল হাসান কাইছার (প্রজাপতি প্রতীক) পেয়েছে ৬৩ ভোট।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মোঃ শওকত হোছেন রিয়াজ, সহ- সাধারণ সম্পাদকমোহাম্মদ ছাদেক, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ, লাইন সম্পাদক সাজ্জাদুল ইসলাম রাজন, সদস্য পদে মোহাম্মদ উসমান গণি, সাজেদুল আলম রুবেল ও আছাব উদ্দিন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন গিয়াসউদ্দিন, সহকারি কমিশনার দায়িত্বে ছিলেন শহীদুল ইসলাম ফোরকান ও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন আব্দুল মান্নান।

পাঠকের মতামত: