ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

চকরিয়া প্রেসক্লাব সম্পাদক মিজবাউল হকের পিতা আর নেই..

প্রেস বিজ্ঞপ্তি ঃ  কক্সবাজারের চকরিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের চকরিয়া প্রতিনিধি সাংবাদিক মিজবাউল হকের বাবা রশিদ আহমদ (৭৮) আর নেই। ইন্নলিল্লাহি……..রাজিউন। আজ শনিবার বিকেল তিনটার দিকে তিনি চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চারপুত্র ও দুই কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম রশিদ আহমদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এদিন রাত দশটায় হালকাকারা জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে মসজিদ সংলগ্ন সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মরহুম রশিদ আহমদ হালকাকারা গ্রামের মৃত হেলাল উদ্দিনের পুত্র।

এদিকে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হকের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন কক্সবাজার-১ আসনের আওয়ামীলীগ তথা মহাজোট প্রার্থী আলহাজ জাফর আলম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা আমিনুর রশীদ দুলাল, চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম আর মাহমুদ, বর্তমান সভাপতি এম জাহেদ চৌধুরী, কার্যকরী সভাপতি ছোটন কান্তি নাথ, সিনিয়র সহ-সভাপতি এস এম হানিফ, সহ-সভাপতি রফিক আহমদ, জহিরুল ইসলাম, এম এইচ আরমান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশ ও মনজুর আলম, অর্থ সম্পাদক এম জিয়াবুল হক, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম খোকন, প্রচার-প্রকাশনা সম্পাদক এম মনছুর আলম, তথ্য-প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ উল্লাহ, ক্রীড়া সম্পাদক বাপ্পী শাহরিয়ার, নির্বাহী সদস্য যথাক্রমে এ এম ওমর আলী, একেএম ইকবাল ফারুক, মুহাম্মদ জিয়াউদ্দিন ফারুক।

পাঠকের মতামত: