ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

আনুষ্ঠানিক উদ্বোধন করবে শেখ হাসিনা

চকরিয়া পৌরবাস টার্মিনাল সম্প্রসারিত প্রকল্পে প্রধানমন্ত্রীর নামে ফলক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
চকরিয়া পৌরসভার উদোগে বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুল হামিদ পৌরবাস টার্মিনালের সম্প্রসারিত অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প আজ শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি কক্সবাজার জেলায় সরকারের শেষ মেয়াদে বাস্তবায়ন হওয়া ১৭টি উন্নয়ন প্রকল্পের সঙ্গে চকরিয়ার শহীদ আবদুল হামিদ পৌরবাস টার্মিনাল এর সম্প্রারিত উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।

গতকাল শুক্রবার ১০ নভেম্বর বিকালে চকরিয়া পৌরবাস টার্মিনালের বিপরীতে নতুন টার্মিনালে সম্প্রসারিত উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী উপলক্ষে মেয়র আলমগীর চৌধুরীর তত্বাবধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ফলক উন্মোচন করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুল হামিদ পৌরবাস টার্মিনালের উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের ফলক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মাস উদ মোর্শেদ, চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম তিতু, প্যানেল মেয়র মুজিবুল হক মুজিব, প্যানেল মেয়র রাশেদা বেগম, নারী কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, ফারহানা ইয়াছমিন ফোরকান, কাউন্সিলর এম নুরুস শফি, কাউন্সিলর সাইফুল ইসলাম, কাউন্সিলর ইফতেখারুল ইসলাম হানিফ, কাউন্সিলর জাফর আলম কালু, কাউন্সিলর আবদু ছালাম, কাউন্সিলর নুরুল আমিন, কাউন্সিলর বেলাল উদ্দিন, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম। এছাড়াও ফলক উন্মোচন অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: