ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

চকরিয়া-পেকুয়া আসনে আ.লীগ প্রার্থীর ক্যাডারদের বাধার মুখেও মাঠেই আছেন ধানের শীষ প্রার্থী হাসিনা আহমদ

নিজস্ব প্রতিবেদক ::

আওয়ামী লীগ প্রার্থীর সশস্ত্র ক্যাডার ও নেতা-কর্মীদের বাধার মুখেও নির্বাচনী মাঠ ছেড়ে যাননি কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি প্রার্থী এডভোকেট হাসিনা আহমদ। তিনি গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা চালিয়ে যাচ্ছেন। বুধবারও তিনি চকরিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরের পর চকরিয়ার চিরিঙ্গা ষ্টেশনে আওয়ামী লীগ প্রার্থী জাফর আলমের সশস্ত্র ক্যাডারদের অবস্থান এবং চিরিঙ্গা ইউনিয়নে বিএনপি নেতা-কর্মীদের উপর পুলিশ-বিজিবির লাঠিচার্জের ঘটনায় এডভোকেট হাসিনা আহমদ ও নির্বাচনী প্রচারণা বহর নিরাপত্তাজনিত কারণে চিরিঙ্গা জমজম হাসপাতাল পয়েন্ট থেকে ফিরে যেতে বাধ্য হন।

তবে তিনি চিরিঙ্গা ষ্টেশন ছাড়লেও একতা বাজার, হারবাং ষ্টেশন, বরইতলী রাস্তায় মাথা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

ওই সময় তিনি বলেন, বাধা দিয়ে, হামলা করে কিংবা মামলা দিয়ে ধানের শীষ বিজয় যাত্রা রুখে দেয়া যায় না।

হাসিনা আহমদ বলেন, ধানের শীষ হলো মানুষের প্রাণের প্রতীক। এই প্রতীক তো মানুষের হৃদয়ে গেঁথে আছে। হামলা করে কী মানুষের অন্তর থেকে ধানের শীষের ভালোবাসা মুছে ফেলা যাবে না।

তিনি পুলিশ-বিজিবির লাঠিচার্জের ঘটনার নিন্দা জানান। একই সাথে চকরিয়া-পেকুয়ায় সুষ্টু নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনার জন্য আইনশৃংখলা বাহিনী ও রিটার্নিং কর্মকর্তার প্রতি আহবান জানান।

পাঠকের মতামত: