চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :: কক্সবাজারের চকরিয়া পৌরসভা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মোবাইল চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে। রবিবার (৩০জুন) বিকাল ২ টার দিকে চকরিয়া পৌরসভা ৪নম্বর ওয়ার্ড়ের ভরামুহুরী নামক এলাকায় থানা পুলিশের একটি টীম এ অভিযান চালিয়ে তাদের আটক করেন। মোবাইল চোর চক্রের ধৃত সদস্যরা হলেন, চকরিয়া পৌরসভা ৪নম্বর ওয়ার্ডস্থ ভরামুহুরী এলাকার আবদু সালামের ছেলে বেলাল উদ্দিন (২৫) ও একই এলাকার হাসু সওদাগরের ছেলে মো: আরাফাত (১৮)।
পুলিশ সূত্রে জানাগেছে, চকরিয়া পৌরশহরের বিভিন্ন এলাকায় সরকারী-বেসরকারী দপ্তরে, বাসা-বাড়িতে সংঘবদ্ধ একটি মোবাইল চক্র দীর্ঘদিন ধরে সুকৌশলে মোবাইল চুরি করে আসছিল। দিন দিন মোবাইল চুরির ঘটনার উপদ্রব বৃদ্ধি পেলে বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে। এরই আলোকে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানের নির্দেশে থানা পুলিশের একটি টীম মাঠে নামে। রবিবার দুপুরে মোবাইল চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারে মোবাইল কল লিস্ট পর্যালোচনা করে থানার উপ-পরিদর্শক (এস আই) প্রিয়লাল, এস আই মাজহারুল ইসলাম নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভরামুহুরী এলাকা থেকে মোবাইল চোর চক্রের দুইজন পেশাদার চোরকে পুলিশ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তি মতে পুলিশ মোবাইল চুরির ব্যাপারে বিভিন্ন তথ্য তাদের কাছ থেকে উদঘাটন করে। এবং ধৃত চোর চক্রের সদস্যরা মোবাইল চুরির কাজে জড়িত রয়েছে বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান তারা। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান বলেন, রবিবার দুপুরের দিকে পৌরসভা এলাকায় মোবাইল চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারে পুলিশের একটি দল অভিযান চালিয়ে চিহ্নিত পেশাদার দুই চোরকে আটক করতে সক্ষম হয়।আটকৃত বিরুদ্ধে থানায় মালার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
পাঠকের মতামত: