ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

চকরিয়া থানার নতুন ওসি হাবিবুর রহমান

চকরিয়া প্রতিনিধি ::

চকরিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. হাবিবুর রহমান। গতকাল সোমবার বিকালে তিনি থানার বিদায়ী অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী কাছ থেকে তাঁর দায়িত্বভার গ্রহন করেন। নবাগত ওসি মো. হাবিবুর রহমান ২০১৬ সাল থেকে ২০১৯ সালের মার্চ পর্যন্ত চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের ডিবি শাখার ওসি হিসেবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

এর আগে তিনি কক্সবাজারের উখিয়া থানার ওসি তদন্ত ও পরবর্তিতে একই থানার ওসি প্রশাসন হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

ওসি মো. হাবিবুর রহমান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধিনে ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত দু’দফায় প্রায় আড়াই বছর কসবো ও সুদানের দারফোতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তাঁর এ কাজের স্বীকৃতি স্বরূপ তিনি দু’দফা জাতিসংঘ শান্তিরক্ষা পদক লাভ করেন।

পাঠকের মতামত: