ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

১৩ জন পরিচালক নির্বাচিত

চকরিয়া জমজম হাসপাতালকে পাবলিক লিমিটেড কোম্পনীতে রূপান্তর

এম.জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার অন্যতম বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান ‘ঐতিহ্যবাহি জমজম হাসপাতাল প্রাইভেট লিমিটেডকে’ পাবলিক লিমিটেড কোম্পানীতে রূপান্তর করা হয়েছে। শনিবার (১৬ জানুয়ারী) জমজম এর নতুন নাম হচ্ছে জমজম হাসপাতাল লিমিটেড। রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষে পূর্ব ঘোষিত বিশেষ সাধারণ সভা শনিবার সকালে কক্সবাজার শহরের হোটেল কোষ্টাল পিস এর সম্মেলন কক্ষে জমজম হাসপাতালের আরবিট্রেশন কাউন্সিলের চেয়ারম্যান সুপ্রীম কোর্টের খ্যাতিমান আইনজীবী এ কে এম বদরুদ্দোজা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংঘবিধি সংশোধনসহ অনুমোদন এবং বেশকিছু গুরুত্বপূর্ণ কার্যসুচি নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন শেয়ারহোল্ডার মুফতি এনামুল হক। পবিলিক লিমিটেড রূপান্তর পক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথে উপস্থিত শেয়ারহোল্ডারগণ করতালির মাধ্যমে স্বাগত জানান। পরে দ্বিতীয়পর্বে ৭৩ জন শেয়ারহোল্ডারদের প্রত্যক্ষভোটে কোম্পানীর ১৩ জন পরিচালক নির্বাচিত হন। এই প্রথম দুইটি প্যানেলে শেয়ারহোল্ডাগণ নির্বাচনে অংশ নেন। এতে প্রফেসর ডা.মাহবুব কামাল চৌধুরী পক্ষের ১০জন প্রার্থী নির্বাচিত হয়ে সংখ্যাগরিষ্টতা অর্জন করেন। আরবিট্রেশন কাউন্সিলের সরাসরি তত্বাবধানে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আরবিট্রেশন কাউন্সিলের সদস্য অ্যাডভোটেক ফখর উদ্দিন ,ব্যারিষ্টার বেলায়েত হোসেন ও অন্তর্র্বতীকালীন ব্যবস্থাপনা কমিটির সদস্য জিএ এম আশেক উল্লাহ। বিশেষ সাধারণ সভায় আলোচনা অংশ নেন শেয়ার হোল্ডার অধ্যাপক এনামুল হক মনজু, ডা.শাহ আলম,ইঞ্জিনিয়ার নূর হোসেন,অধ্যাপক রিদুয়ানুল হক, অ্যাডভোকেট নুরুল ইসলাম, মো.গোলাম কবির, আখতার আহমদ, জাকরিয়া মোহাম্মদ শাহাব উদ্দিন, জিএম রুকুন উদ্দিন, এহচানুল আনোয়ার, সিরাজুল ইসলাম প্রমুখ। ন নির্বাচিত পরিচালকগণ হচ্ছেন ইজ্ঞিনিয়ার নূর হোসেন,মাওলানা মুফতি এনামুল হক, মো.সিরাজুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আবদুল করিম, আলহাজ্ব নাজিম উদ্দিন, মো.গোলাম কবির, প্রফেসর ড.মোঃ মহি উদ্দিন, অধ্যাপক এনামুল হক, জাবের আহমদ চৌধুরী, জিএম রুকুন উদ্দিন, শামশুদ্দিন আহমদ, মোঃ এহচানুল আনোয়ার এবং ডা.মোঃ কামাল হোছাইন।

পাঠকের মতামত: