এম.মনছুর আলম, চকরিয়া :
প্রতি বছরের ন্যায় চলতি মৌসুমেও কক্সবাজারের চকরিয়া কোরক বিদ্যাপীঠে শুরু হয়েছে আন্ত: হোস্টেল ফুটবল টুর্ণামেন্ট। বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়া-লেখা মান উন্নয়নের ধারাবাহিতা রক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীকে উদ্ধুদ্ধ রাখতে অভ্যন্তরীণ ফুটবল নিয়ে এ টুর্ণামেন্ট আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। চকরিয়া কোরক বিদ্যাপীঠ আন্ত:হোস্টেল ফুটবল টূর্ণামেন্টে ছয়টি দল নিয়ে লীগ পদ্ধতিতে ২০ সেপ্টেম্বর আজ (বৃহস্পতিবার) বিকাল ৩টার দিকে বিদ্যালয়ের মাঠে এ টূর্ণামেন্ট অনুষ্টিত হয়।
কোরক বিদ্যাপীঠের সহকারি প্রধান শিক্ষক ফজলুল কাদের ফুটবল টুর্ণামেন্ট বেলুন উড়িয়ে আনুষ্টানিক ভাবে শুভ উদ্বোধন করেন।বিদ্যালয়ের সহকারি শিক্ষক মৌলানা নেছারুল হকের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের।এতে বিশেষ অতিথি ছিলেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের ক্রীড়া শিক্ষক আনছারুল করিম ও মোহাম্মদ শাহ আলমসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। উক্ত খেলায় সার্বিক তত্বাবধানে ছিলেন শহীদুল ইসলাম, রেফারির দায়িত্ব পালন করেন তারেকুর রহমান হেলেন।
পাঠকের মতামত: