ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় সোহাগ বাস গাছের সাথে ধাক্কা, অল্পের জন্য ত্রিশ যাত্রীর রক্ষা 

মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে সোহাগ পরিবহনের একটি বাস দুমড়েমুচড়ে যায়। অল্পের জন্য ত্রিশজন যাত্রী রক্ষা পেলেও আহত হয়েছে বাস হেলপার।

বৃহস্পতিবার (১ আগষ্ট) সকাল ৭ টার দিকে উপজেলার মালুমঘাট হাসিনা পাড়া রাস্তার মাথা নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, সোহাগ পরিবহনের (চট্টমেট্রো ব-১১ ১০২৪) বাস বৃহস্পতিবার সকালে চকরিয়া থেকে ছেড়ে কক্সবাজার যাচ্ছিল। মালুমঘাট বাজার কাছাকাছি পর্যন্ত পৌঁছামাত্রই বাসটি দুর্ঘটনায় পতিত হয়। এসময় মহাসড়ক কিনারায় একটি মাদার ট্রি গাছের সাথে বাসের সজোরে ধাক্কা লাগে। তাৎক্ষণিক সোহাগ বাসটির সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। এ দুর্ঘটনায় বাসে থাকা প্রায় ত্রিশজন যাত্রী রক্ষা পেয়েছে। তবে বাসটির হেলপার পায়ে আহত হয়েছে বলে জানান বাস সংশ্লিষ্টরা।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা জানান। তিনি বলেন, ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। কাগজপত্র যাচাই করে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত: