চকরিয়ায় ছিনতাইকারীর কবলে পেকুয়ার এক লবন ব্যবসায়ী। এ সময় তার ১০লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল সংঘবদ্ধ ছিনতাইকারী। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২টায় চকরিয়া পৌরসভার পল্লীবিদ্যুত অফিসের সামনে। ছিনতাইয়ের শিকার লবন ব্যবসায়ী আজিজুল হক পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিয়ারদ্বিয়া এলাকার মৃত.হাজ্বী আলী আহমদের ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে লবন ব্যবসায়ী আজিজুল হক জানিয়েছেন ওইদিন ইসলামী ব্যাংক চকরিয়া শাখা থেকে ১০লাখ টাকা উত্তোলন করেন। পল্লীবিদ্যুত অফিসের সামনে একটি চায়ের দোকানে নাস্তা করছিলাম। এসময় ৪-৫জনের একদল ছিনতাইকারী আমাকে ওই দোকানে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে প্রকাশ্যে ব্যাগভর্তি টাকা ছিনিয়ে নেয়। পরে তারা মুর্হুতের মধ্যে স্থান ত্যাগ করে সটকে পড়েন। ফরহাদ এন্টারপ্রাইজ এর হিসাব নং ৩৫৮৯ থেকে উক্ত টাকা ব্যাংক থেকে তুলি। তিনি আরো জানিয়েছেন এদের মধ্যে ছিনতাইকারী জসিমউদ্দিনকে চিনতে পেরেছি। তার বাড়ি মাতারবাড়িতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ছিনতাইকারীরা পুর্ব থেকে ওঁতপেতে ছিল।
################
কোনাখালীতে ঘোড়া প্রতীকের পথ সভা জনসমুদ্রে পরিনত
পেকুয়া প্রতিনিধি :::
চকরিয়ায় কোনাখালীতে ঘোড়া প্রতীকের প্রার্থী মোকতার আহমদ এর নির্বাচনী পথ সভা জনতার ঢল নেমেছে। চেয়ারম্যান প্রার্থী মোকতার আহমদের পক্ষে ভোটাররা সায় দিয়েছেন। গত বুধবার ঘোড়া প্রতীকের সমর্থনে কোনাখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে একাধিক পথ সভা অনুষ্টিত হয়েছে। এরমধ্যে লতাবুনিয়াপাড়া ষ্টেশনের পথ সভা পরিনত হয়েছে বিশাল জনসভায়। সন্ধ্যা টায় ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি সদস্য মোকতার আহমদের সমর্থনে নির্ধারিত ওই পথসভা অনুষ্টিত হয়েছে। এ সময় প্রিয় প্রতীক ও প্রার্থীকে সমর্থন জানাতে সমগ্র কোনাখালী ইউনিয়ন থেকে সর্বস্তরের নারী পুরুষ ওই পথ সভায় জড়ো হয়েছেন। বিশাল জন সমুদ্রে জনতার উদ্দেশ্যে বর্ষিয়ান এ সমাজ সেবক জননেতা মোকতার আহমদ আগামি ৭ মে অনুষ্টিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনাখালীতে তার প্রতীক ঘোড়া মার্কার পক্ষে ভোট ভিক্ষা চান। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন কোনাখালীর জনগন অতীতে অনেক ভুল করেছে। আমি মনেকরছি এখন জনগন অনেক সচেতন। কোনাখালীর উন্নয়ন ও অগ্রগতির জন্য তারা নির্বীক নিরাপদ ও বণিষ্ট নেতৃত্বকে পছন্দ করবেন। জনগন আমাকে নির্বাচিত করবেন আমি এ প্রত্যাশী। স্থানীয় সমাজ সেবক ছৈয়দনুর সিকদারের সভাপতিত্বে ও আবুছিদ্দিকের পরিচালনায় পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মোকতার আহমদ। বক্তব্য রাখেন প্রভাষক মনজুর আলম,শহিদুল ইসলাম মেম্বার, জাফর আহমদ, ইলিয়াছ প্রমুখ।
পাঠকের মতামত: