এম.জিয়াবুল হক, চকরিয়া ::
চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার শান্তিপুর্ণ পরিবেশ নিশ্চিত করতে এখন থেকে মরণনেশা ইয়াবাসহ সবধরণের মাদক বাণিজ্য, আবাসিক হোটেলে অনৈতিক কর্মকা- বন্ধ এবং চকরিয়ায় নামে-বেনামে ছড়িয়ে থাকা ভুঁয়া ফেসবুক সন্ত্রাসের বিরুদ্ধে যথাযথ আইনী প্রদক্ষেপ নিতে হবে। দ্রুত সময়ে এসব অপকর্মের বিষদাঁদ ভেঙ্গে দেয়া না হলে সমাজে অস্থিরতা বাড়বে, জনমনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে। বুধবার চকরিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী থানা পুলিশকে উদ্দেশ্যে এসব কথা বলেন।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তন মোহানায় অনুষ্টিত সভায় আরো বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান, রেড় ক্রিসেন্ট কমান্ডার নুরুল আবছার, মুক্তিযোদ্ধা হাজী বশিরুল আলম, ফরিদ উদ্দিন আহমদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নোমান, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাউল হক, পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, বরইতলী ইউপি চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান মক্কি ইকবাল।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি, চকরিয়া উপজেলা হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা.মোহাম্মদ শাহবাজসহ সরকারী দপ্তরের কর্মকর্তারা।
সভায় আরো দাবী করা হয়, চকরিয়া পৌরশহরকে যানজটমুক্ত রাখা, ইয়াবাসহ সবধরণের মাদক ব্যবসা বন্ধ করতে, বর্ষার আগে কাকারা সড়ক মেরামত, শিক্ষা প্রতিষ্টানের গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদানে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, সরকারী হাসপাতালে শুন্যপদে ডাক্তার কর্মচারী নিয়োগ, উপজেলার প্রতিটি জনপদে গরু চুরি, জুয়া, আবাসিক হোটেলে অনৈতিক কর্মকা- বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। এইজন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রত্যেকটি দপ্তরকে সুপারিশ সহকারে নির্দেশ দিতে হবে। #
পাঠকের মতামত: