ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় ভাই-বোন দু’জনেই জিপিএ ৫ পেয়েছে

01 চকরিয়া নিউজ ডেস্ক :::

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় সদ্য প্রকাশিত ইবতেদায়ী ও ৫ম সমাপনী পরীক্ষা-২০১৬ এর ফলাফলে বি.এম.চর ইউনিয়নের বেতুয়াবাজার এলাকায় অবস্থিত   হযরত ফাতিমা (রা:) বালিকা আলিম মাদ্রাসা ছাত্রী হালিমাতুছ সাদিয়া সামিয়া বিনতে কবির ও বি.এম.চর ইউনিয়নস্থ অনুশীলন একাডেমির ছাত্র মাহমদুল হাছান চৌধুরী বিন কবির জিপিএ ৫ পেয়েছে। যথাক্রমে রোল নং ৬৬৯ ও ৩২৭৯। তারা দু’জনেই চকরিয়া উপজেলার হযরত ফাতিমা (রা:) বালিকা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ কবির হোছাইন ও হাফসা মুনমুন সাদিয়া এর সন্তান। তাদের এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সম্মানীত শিক্ষক-শিক্ষিকা ও আত্মীয়-স্বজনের নিকট চির কৃতজ্ঞ। তারা সকলের দোয়া প্রার্থী।

পাঠকের মতামত: