ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় বন্যহাতির আক্রমনে ঘুমন্ত বাগান পাহারাদার নিহত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমনে মারা গেছে ঘুমন্ত বাগান পাহারাদার আলী আহমদ (৫৫)। শুক্রবার ভোররাত তিনটার দিকে মারা যাওয়া পাহারাদারকে সকাল ৮টার দিকে উদ্ধার করে আত্মীয়রা।মারা যাওয়া আলী আহমদ খুটাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ পূর্ণগ্রামের মৃত গোলাম কাদেরের ছেলে।

খুটাখালী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কক্সবাজার উত্তর বনবিভাগের ভোমরিয়া রেঞ্জের আওতাধীন খুটাখালীর পূর্ণগ্রাম এলাকায় সামাজিক বনায়নে প্রতিদিনের মতো রাতে গাছ পাহারা দিতে যায় আলী আহমদ। গাছ পাহারাকালে শুক্রবার ভোররাতের দিকে ঘুমিয়ে পড়ে পাহারাদার। ভোর তিনটার দিকে দলছুট একটি বন্যহাতি বাগানে প্রবেশ করে ঘুমন্ত আলী আহমদকে পায়ে পিষে ও শ্যুড় দিয়ে আছড়িয়ে জখম করলে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে পরিবারের লোকজন ও আত্মীয়রা সকাল পর্যন্ত বাড়ি ফিরে না আসায় তার খোঁজে পাহাড়ে গেলে মৃতদেহ দেখতে পায়। ঘটনাটি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

পাঠকের মতামত: