ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় বন্দুক সহ একব্যক্তি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চকরিয়া :

চকরিয়ায় দেশে তৈরি একটি একনলা বন্দুক ও দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ। এসময় ডাকাত সন্দেহে এক মো. জামাল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট কোনাপাড়া রাস্তার মাথায় এই অভিযান চালায় পুলিশ। অভিযানে নেতৃত্বে দেন চকরিয়া থানার এসআই মো. আলমগীর আলম।

গ্রেফতার মো. জামাল হোসেন (৩১) বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের গুলিস্তান বাজার এলাকার বাসিন্দা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতার জামাল হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত: