ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় বঙ্গবন্ধু সাফারি পার্ক গেইটে হামলা, আটক- ১

চকরিয়া প্রতিনিধি ::
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের গেইটে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জনকে আটক করেছে  হাইওয়ে পুলিশ।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ডুলাহাজারা সাফারি পার্কে প্রবেশ গেইটে এ ঘটনা ঘটে।

ঘটনা সুত্রে জানা গেছে, কক্সবাজারমুখী যাত্রীবাহী একটি যাত্রীবাহী বাস সাফারি পার্ক গেইটে যাত্রী উঠানামা করছিল। এসময় বাসটিতে যাত্রীপূর্ণ হওয়ায় উঠতে ব্যর্থ হয়ে ডুলাহাজারা ৫নং ওয়ার্ড পশ্চিম মাইজপাড়া গ্রামের ছৈয়দ হোসেনের ছেলে হুমায়ুন কবির (২২)। এতে ক্ষিপ্ত হয়ে তিনিসহ ৪/৫ জন যুবকসহ গাড়িতে উঠে চালকের উপর হামলা চালায়। চালক ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের সুনীল দে’র পুত্র সজিব দে মাথা ও শরীরে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় হামলার অভিযোগে হুমায়ুন কবিরকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন ঘটনার সত্যতা জানান।

তিনি বলেন, একইদিন উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে মুচলেকা নিয়ে আটক যুবককে ছেড়ে দেওয়া হয়েছে।

পাঠকের মতামত: