ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

চকরিয়ায় প্রকাশ্যে অস্ত্র উচিয়ে ভীতি সৃষ্টিকালে ডাকাত সর্দার আমির ও রাজ্জাক গ্রেফতার

6336_88586এম.জিয়াবুল হক, চকরিয়া :::

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট বাজারে প্রকাশ্যে অস্ত্র উচিয়ে ভীতি সৃষ্টি করার সময় খবর পেয়ে পুলিশ ডাকাত সর্দার আমির হোসেনকে গ্রেফতার করেছে। আমির হোসেন ইউনিয়নের পুর্ব ডুমখালী গ্রামের কবির আহমদের ছেলে। মঙ্গলবার রাত আনুমানিক ৭টার দিকে চকরিয়া থানার এসআই সুকান্ত চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালুমঘাট বাজার থেকে তাকে গ্রেফতার করেন। তবে ওইসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আমির হোসেনের সহযোগিরা অস্ত্রসহ পালিয়ে যায়। ডাকাত আমির হোসেনের বিরুদ্ধে থানায় ডাকাতি, অস্ত্র ও দস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। একইদিন সকালে থানার এসআই এনামুল হকের অভিযানে উপজেলার সাহারবিল ইউনিয়ন থেকে ডাকাতি ও অস্ত্র মামলার আসামি আবদুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। রাজ্জাক সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকার মোক্তার আহমদ ওরফে মোস্তাক আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শী লোকজন জানান, মঙ্গলবার বিকেলে ডাকাত সর্দার আমির হোসেনের নেতৃত্বে ৭-৮জনের অস্ত্রধারী সন্ত্রাসী উপজেলার মালুমঘাট বাজারে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকানপাটের জায়গা দখলে নিতে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়। ওইসময় গোপনে ঘটনাটি জানতে পেরে তাৎক্ষনিক ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন থানার এসআই সুকান্ত চৌধুরী। অভিযানের এক পর্যায়ে রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে পুলিশ আমির হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হন। তবে ওইসময় অস্ত্রসহ পালিয়ে গেছে তার সহযোগিরা। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আমির হোসেনের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও দস্যুতার অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রফিকুল ইসলাম ডাকাত আমির হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: