ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় ঢলের পানি থেকে পরিবারকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ স্পষ্টে বৃদ্ধের মৃত্যু

এম.জিয়াবুল হক, চকরিয়া ::  কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানির কবল থেকে পারিবারকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমদ হোসেন (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তর মানিকপুর এলাকায় ঘটেছে মর্মান্তিক এ ঘটনা। নিহত আহমদ হোসেন ওই এলাকার মৃত আবদুল হামিদের ছেলে।

সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের উত্তর মানিকপুর এলাকার আহমদ হোসেনের বাড়িতে পানি ঢুকে। গতকাল বিকালে বন্যার পানি থেকে পরিবারের সদস্যদের অন্যত্রে নিরাপদ স্থানে যাওয়ার জন্য বসতঘর থেকে বের হয়।

এ সময় আহমদ হোসেন বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি চেয়ারম্যান বলেন, বিদ্যুতস্পৃষ্টের ঘটনাটি প্রশাসনকে জানানো হয়েছে। পুলিশ প্রশাসনের অনুমতিক্রমে লাশ দাফন করা হবে বলে। #

পাঠকের মতামত: