ঢাকা,বুধবার, ৬ নভেম্বর ২০২৪

চকরিয়ায় কাল বাসটার্মিনালের জনসভায় যোগ দিচ্ছেন ওবায়দুল কাদের, অর্ধশতাধিক তোরণ নির্মাণ, তৃণমুলে প্রাণচাঞ্চল্য

মিজবাউল হক, চকরিয়া:

আজ শনিবার শহীদ আবদুল হামিদ চকরিয়া পৌর বাসটার্মিনালে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন সড়ক ও সেতু মন্ত্রী বাংলাদেশ আওয়ামালীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। তিনি সড়ক দিয়ে কক্সবাজার যাওয়ার পথে দক্ষিণ চট্টগ্রামের একাধিক জনসভায় ভাষণ দেবেন। জননেতা ওবায়দুল কাদেরের আগমনে চকরিয়া ও পেকুয়া উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে একধরণের উৎসবের আমেজ পরিলক্ষিত হচ্ছে। তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য। পুরো উপজেলায় অর্ধ শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। জনসভা সফল করতে গত তিনদিনে আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন শতাধিক প্রস্তুতি সভা করেছে

জানা যায়, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপির চকরিয়ায় আগমনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিকাল তিনটায় বাসটার্মিনালের জনসভায় সফল করতে চকরিয়া, পেকুয়া, পৌরসভা ও মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগ একাধিক বৈঠক করেছেন। জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি ঘটাতে চান আওয়ামীলীগ নেতারা। সর্বাত্মক চেষ্ঠা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ১১ ইউনিয়নে আওয়ামীলীগের প্রস্তুতি সভা করেছে। জনসভায় কিভাবে লোক আনা যায় সে বিষয়ে একেরপর এক বৈঠক চালিয়ে যাচ্ছেন। প্রত্যেক বৈঠকে উপজেলা চেয়ারম্যান জাফর আলম সহ সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাদের উপস্থিত হচ্ছেন।

গতকাল শুক্রবার বিকাল তিনটায় ভেন্ডিবাজার আপণ কমিউনিটি সেন্টারে উপজেলা ও ফাঁশিয়াখালী আওয়ামীলীগ যৌথভাবে চার জাতীয় নেতার জেলহত্যা দিবস এবং সড়ক ও সেতু মন্ত্রীর আগমনে প্রস্তুতি সভা করা হয়েছে। ফাঁশিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নুরুল আবছারের পরিচালনায় সেখানে বক্তব্য রাখে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাফর আলম এমএ, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সিনিয়ির সহ-সভাপতি সরওয়ার আলম, মোক্তার আহমদ চৌধুরী, এমআর চৌধুরী, ছৈয়দ আলম কমিশনার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, সাংগঠনিক মিজবাউল হক, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক ওহিদুল ইসলাম ও অর্থ সম্পাদক আজিজুল হক।

মাতামুহুরী থানা আওয়ামীলীগের উদ্যোগে বিকাল তিনটায় জমিলা বেগম উচ্চ বিদ্যালয় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে সভাপতিত্ব করেন মাতামুহুরী থানা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম বাবলা, পরিচালন করেন সাধারণ সম্পাদক মহসিন বাবুল। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাফর আলমএমএ। বক্তব্য রাখেন, মাইনুউদ্দিন চৌধুরী, এডভোকেট শহীদুল্লাহ চৌধুরী, বদরখালী আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান নুরে হোসেন আরিফ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিটু, কোনাখালী ইউনিয়নের সভাপতি ইউপি চেয়ারম্যান দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, পশ্চিম বড়ভেলার সভাপতি ইব্রাহিম খলিল, সাহারবিলের এনামুল হক মেম্বার, পূর্ববড়ভেলা ইউনিয়নের সভাপতি নুরুল আমিন সিকদার, সাধারণ সম্পাদক আশরাফ মেম্বার, বিএমচর ইউনিয়নের সভাপতি বদিউল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খোকন, বদরখালীর চেয়ারম্যান খাইরুল বশর, ঢেমুশিয়া ইউনিয়নের সভাপতি রুস্তম আলী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। ##

পাঠকের মতামত: