ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় এসডিজি বাস্তবায়নে দিনব্যাপী কর্মশালা

এম.জাহেদ চৌধুরী, চকরিয়া :: স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন বাস্তবায়নের (এসডিজি) লক্ষ্যে চকরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন-কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.আমিন আল পারভেজ।
দিনব্যাপী কর্মশালায় বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খোন্দকার মো.ইখতিয়ার উদ্দিন আরাফাত, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম.জাহেদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান জেসমিন হক চৌধুরী জেসি প্রমুখ।
এসময় কর্মশালায় অংশ নেন কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান, চকরিয়া পৌরসভার সচিব মাসউদ মোরশেদ, শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকসহ সরকারি-বেসরকারী দপ্তরের কর্মকর্তারা।

পাঠকের মতামত: