ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় এক কিশোরী যাত্রীকে ধর্ষণ করল রিকশা চালক

চকরিয়া প্রতিনিধি :: কক্সবাজারের চকরিয়ায় আরো একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এবার ধর্ষণের শিকার হয়েছে ১৫ বছরের এক কিশোরী। খালার বাড়িতে কর্মরত ওই কিশোরী প্রথমে সিএনজি চালিত অটোরিকশায় এরপর রিকশাযোগে বাড়ি যাওয়ার পথে রিকশাচালক ৪৫ বছরের লম্পটের খপ্পরে পড়ে ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। এ ঘটনায় মা বাদী হয়ে গতকাল বুধবার বিকেলে থানায় একটি মামলা রুজু করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক রিকশাচালককে গ্রেপ্তার করে। এর আগে উপজেলার বিএমচর ইউনিয়নের পানির নাল বাক্কার পাড়া নতুন রাস্তার পাশে (নতুন রেলওয়ের রাস্তার পাশে) নির্জন স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত সাড়ে এগারটার দিকে। পরে ধর্ষক ওই কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে নিজেই ফের রিকশাযোগে বহদ্দারকাটা স্টেশনে নিয়ে যায়। ধর্ষণের শিকার কিশোরীর বাড়ি বিএমচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম স্টেশন পাড়ায়।
গ্রেপ্তার ধর্ষক রিকশাচালকের নাম নাজিম উদ্দিন (৪৫)। সে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাহাড়িয়া পাড়ার মৃত জামাল উদ্দিনের ছেলে। চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আতিক উল্লাহ বলেন, ‘এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে থানায় এজাহার দিলে তা মামলা হিসেবে রুজু করা হয়। এর পর মাতামুহুরী পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) অরুণ চাকমা অভিযান চালিয়ে ধর্ষক নাজিমকে গ্রেপ্তার করে। ধর্ষিতা কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য  আজ ২৩ এপ্রিল কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে প্রেরণ এবং ধর্ষক নাজিমকে আদালতে সোপর্দ করা হবে।’

পাঠকের মতামত: