ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় ইভটিজিংয়ে বাধা দেয়ায় বখাটের ছুরিকাঘাতে এসএসসি পরিক্ষার্থীসহ আহত-৩

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া পৌরসভার কোরক বিদ্যাপীঠ এলাকায় বখাটের ছুরিকাঘাতে এসএসসি পরিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ইসমাইল হাসান সাকিব (১৬), তার চাচাতো ভাই ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্র মো. তানসির (১৪) ও রিক্সা চালক জিয়াবুল করিম (১৭)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একজন ছাত্রীকে কয়েকজন বখাটে ইভটিজিংয়ের চেষ্টাকালে সাকিব বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা সাকিব ও তার চাচাতো ভাই তানসিরকে ছুরিকাঘাত করে।এ সময় আহত দুই ছাত্রকে উদ্ধার করার চেষ্টা করলে রিক্সাচালক জিয়াবুল করিমকেও ছুরিকাঘাতে আহত করা হয়। আহতদের মধ্যে নাড়িভুড়ি বের হয়ে যাওয়া রিক্সাচালক জিয়াবুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সাকিবকে চকরিয়া সিটি হাসপাতাল ও তানসিরকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।#

পাঠকের মতামত: