ঢাকা,বুধবার, ৬ নভেম্বর ২০২৪

চকরিয়ায় অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান, ২ শত দোকান সিলগালা

নিউজ ডেস্ক :: কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ফেরিঘাট এলাকায় সরকারী খাস জমি দখল করে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা উচ্ছেদ ও ২ শত দোকান সিলগালা করেছে উপজেলা প্রশাসন।

আজ শনিবার (১২ ডিসেম্বর) চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,অভিযানের কয়েকদিন পূর্বে মাইকিং করে অবৈধ দখলদারদের দ্রুত সরে যেতে বলা হয়েছিল, কিন্তু তারা না সরাতে পূর্বঘোষিত এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

অভিযানে খাস জমি দখল করে গড়ে ওঠা প্রায় ২শত দোকান সিলগালা করা হয় এবং অবৈধ স্থাপনাসমূহের আংশিক উচ্ছেদ করা হয় যা পরবর্তীতে সম্পূর্নরূপে উচ্ছেদ করা হবে।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ভূমি অফিসের সকল কর্মচারীগন উপস্থিত ছিল৷এতে সহযোগীতা করেন,চকরিয়া থানা পুলিশ ও বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।

চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট সৈয়দ শামসুল তাবরীজ বলেন, সরকারী জমি দখল করে কেউ স্থাপনা নির্মাণ করলে ছাড় পাবে না। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত: