ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

চকরিয়ার হারুণ কম্পিউটার মালিক হারুণের পিতা পেকুয়ার নুরুল ইসলামের ইন্তেকাল…

বার্তা পরিবেশক ::   চকরিয়া পেৌরসদরের রুপালী শপিং কমপ্লেক্সের ২য় তলায় অবস্থিত হারুণ কম্পিউটারের মালিক হারুণের পিতা  পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের পূর্ব উজান টিয়া এলাকার বাসিন্দা মরহুম মোস্তাফিজুর রহমানের পুত্র হাজী নুরুল ইসলাম (৮০) আর নেই। আজ ৮ নভেম্বর সন্ধ্যা ৬ টার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন ইন্নালি…. রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধ্যক্ষজনিত রোগে ভুগছিলেন। আগামীকাল শুক্রবার ৯নভেম্বর সকাল ১১ টায় পূর্ব উজানটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের নামাজে যানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের পুত্র মো: হারুন চকরিয়া পৌরসভাস্থ রূপালী শপিং কমপ্লেক্সের ২য় তলায় হারুন কম্পিউটারের মালিক এ তথ্য নিশ্চিত করেছেন। মরহুম নুরুল ইসলাম মৃত্যুকালে স্ত্রী, কন্যা, ৯ পুত্রসহ অসংখ্য গুনাগ্রাহী ছিল। তার মৃত্যুতে চকরিয়া নিউজ পরিবার, চকরিয়া সাংবাদিক কল্যাণ সমিতি, চকরিয়া প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন। এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনাজ্ঞাপন করেছেন।

পাঠকের মতামত: