ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

চকরিয়ার শাহারবিল রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালনা কমিটি গঠিত

বার্তা পরিবেশক ::  চকরিয়া উপজেলাস্থ শাহারবিল রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালনা কমিটি গঠিত হয়ে। গত ৬ জুন বৃহস্পতিবার উপস্থিত সদস্যবৃন্দে সম্মতিক্রমে ও আহবায়ক মো. নুরুল আমিন চৌধুরী, আহবায়ক কমিটির সদস্য যথাক্রমে মোস্তফা কামাল (রানা) ও রিয়াজ উদ্দিনের উপস্থিতিতে আগামী ২ বছরের জন্য আলহাজ্ব মুহাম্মদ কাইছারুল ইসলামকে সভাপতি ও হেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৩ জন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

এছাড়া সিনিয়র সহসভাপতি হিসেবে ছাবের আহমদ, সহ-সভাপতি হাজী বশির আহমদ, মাষ্টার নুুরুল আনোয়ার যুগ্ম আহবায়ক, মাষ্টার শাকের উল্লাহ আইন ও পরিকল্পনা, মো. রিয়াজ উদ্দিন. ক্রীড়া শিল্প ও সাহিত্য সম্পাদক, মৌলনা আবু বক্কর. হাবিবুল্লাহ মুনিরী, সালাহ উদ্দিন কাদের বাচ্ছু, মোস্তফা কামাল(রানা), মো. মনজুর আলম ও শাহাব উদ্দিনকে সদস্য করে এ কমিটি ঘোষনা করা হয়।

পাঠকের মতামত: