ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

ঘুমধুমে মাদক ব্যবসায়ীদের হামলায় ৩ গ্রাম পুলিশ সদস্য আহত

ফারুক আহমদ, উখিয়া ::

ঘুমধুমের ২৬৮নং রেজু হেডম্যান পাড়ায় মাদক ব্যবসায়ীরা গ্রাম পুলিশকে হামলা চালিয়ে অবৈধ বিভিন্ন প্রকার বিপুল পরিমান বিদেশী মাদক ছিনিয়ে নিয়েছে। বাধা দেওয়ার চেষ্টা করলে হামলায় ৩ জন আহত হয়। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে আহতদেরকে উদ্বার পূর্বক হাসপাতালে ভর্তি করে।

জানা যায়, উপজেলার ঘুমধুম ও সোনাইছড়ি ইউনিয়নের মধ্যবর্তি এলাকার ২৬৮ নং রেজু মৌজা হেডম্যান পাড়া রাস্তা দিয়ে অবৈধ মাদক পাচারের উদ্দেশ্যে মজুদ করেছিল। গত শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম ইউনিয়নের দফাদার ছৈয়দ আলমের নেতৃত্বে পরিষদের গ্রাম পুলিশ হেলাল উদ্দিন, শামশুল আলম, বদিউর রহমানসহ আন্যান্য সদস্য অভিযান চালিয়ে মাদক আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ আসার আগেই সংঘবদ্ধ সিন্ডিকেট সদস্যরা হামলা চালিয়ে জব্দ কৃত মাদকের চালান ছিনিয়ে নিয়ে যায়। এসময় মাদক ব্যবসায়ীদের হামলায় দফাদার ছৈয়দ আলম (৩২)সহ ৩ জন আহত হয়। পরে থানার পুলিশ এসে আহতদেরকে উদ্বার করে।

আহত দফাদার ছৈয়দ আলম অভিযোগ করে বলেন, থানা পুলিশের নির্দেশে মাদক জব্দ করলেও চোরা কারবারী মংতাইনছা, নিমংহা ,উক্যামং, ল্যাইজ্জা মং সহ ১৪/১৫ জন সিন্ডিকেট সদস্য হামলা চালিয়ে মাদকগুলো ছিনিয়ে নেয়। মাদকের মধ্যে ছিল বিয়ার, ডাইজিং, রামসহ বিভিন্ন প্রকার মিয়ানমারের তৈরি মদ।

এব্যয়পারে দফাদার ছৈয়দ আলম বাদী হয়ে ১৫ জনের বিরুদ্বে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করেছে বলে জানা গেছে।

পাঠকের মতামত: