ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

কাউন্সিলর’কে মারধরের ঘটনায় মেয়র মকছুদ মিয়ার বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ::   মহেশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম. ছালামত উল্লাহকে গত ২ এপ্রিল মারধরের ঘটনার ৩ দিন পর মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া’কে প্রধান আসামী করে ১০ জনের বিরুদ্ধে অবশেষে শুক্রবার ৫ এপ্রিল মহেশখালী থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। কাউন্সিলর ছালামতুল্লার সহধর্মিনী জুলেখা আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মহেশখালী থানার মামলা নম্বর ৮/২০১৯ ইংরেজী। মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর সিবিএন-কে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার অন্যান্য আসামীরা হলো-আবদুর রহমান, শামশুর রহমান, মিশাল, মোহাম্মদ রুবেল, ফয়েজুল হক, নুর হোসেন, বোরহান উদ্দিন আজম, আ.ন.ম হাসান ও মোহাম্মদ এনাম। মামলায় অজ্ঞাতনামা আসামী দেখানো হয়েছে আরো ৬ জন।ফৌজদারী দন্ডবিধির ১৪৩/৩৪১/৩০৭/৩২৩/৩২৪/৩২৫/৩৯৭/৫০৬/১১৪ ধারায় দায়েকৃত এই মামলায় শনিবার ৫ এপ্রিল বিকেল ৪ টা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। প্রসঙ্গত, মহেশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, একই ওয়ার্ডের আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মহেশখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম. ছালমাত উল্লাহকে মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া সহ তাঁর লোকজন গত ২ এপ্রিল রাত ৭ টায় বেদম মারধর করে। এতে কাউন্সিলর এম.ছালামত উল্লাহ গুরুতর আহত হলে তাকে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দায়েরকৃত মামলাটি তিনদিন যাবৎ রুজু করা হচ্ছিলনা বলে মহেশখালী থানা পুলিশের বিরুদ্ধে এম. ছালামত উল্লাহ ও তার স্বজনেরা অভিযোগ করে আসছিল।

পাঠকের মতামত: