ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

কক্সবাজার-মিরসরাই উপকূলে ‘সুপার ড্রাইভ’ সড়ক হবে -পানিসম্পদ উপমন্ত্রী শামীম

চট্রগ্রাম প্রতিনিধি ::  ‘কক্সবাজার থেকে মিরসরাই পর্যন্ত ৪৩০ কিলোমিটার সাগর উপকূলে ‘সুপার মেরিন ড্রাইভ’ সড়ক নির্মাণ করা হবে। সড়কটির সঙ্গে যুক্ত থাকবে সন্দ্বীপ ও কুতুবদিয়া। এটি বাস্তবায়ন হলে সাগরের বেড়িবাঁধ যেমন রক্ষা পাবে তেমনি দেশের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে।’

গতকাল বুধবার বেলা ১১টায় সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া আকিলপুর সমুদ্র উপকূলে পুনঃনির্মিত বেড়িবাঁধ পরিদর্শনের পর এক অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম একথা বলেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আল্লাহর রহমত আছে। তিনি ক্ষমতায় থাকলে দেশের ভাগ্য বদলে যায়। দেশে পদ্মা সেতু হয়, কৃষিতে সমৃদ্ধি আসে। দেশ খেলাধুলায়ও ভালো করে।’

শামীম বলেন, ‘এখানে ৪১ কোটি টাকায় যে বেড়িবাঁধ নির্মাণ করা হল এর গুণগত মান নির্ণয়ের জন্য টাস্কফোর্স গঠন করা আছে। তারা রিপোর্ট দেবে। কাজ ভালো না হলে আমরা বিল দেব না। এখানে দুটি অকেজো স্লুইচ গেট আছে। এক মাসের মধ্যে এগুলো আমি নির্মাণ করে দেব। এখানে যেসব খাল আছে সেগুলো রক্ষায়ও ব্যবস্থা নেব।’

বাঁশবাড়িয়ার ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রোকন উদ্দৌলা, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত মহাপরিচালক শামছুল করিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, এডিশনাল এসপি শম্পা রানি সাহা, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলামী নিজামী, রেহান উদ্দিন রেহান, মো. নাজিম উদ্দিন, পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. জুলফিকার তারেক প্রমুখ।

পাঠকের মতামত: