ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

কক্সবাজার প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকের সাথে উখিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সংবাদ বিজ্ঞপ্তি ::

কক্সবাজার প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উখিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে নেতৃবৃন্দের সাথে সাক্ষাত শেষে প্রতিষ্ঠানের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে শুভেচ্ছা বিনিময় এবং পরামর্শমূলক আলাপ-আলোচনাও করেন তাঁরা। এসময় কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি বদিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক প্রিয়তোষ পাল পিন্টু, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এছাড়া উখিয়া প্রেসক্লাবের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানান সভাপতি সরওয়ার আলম শাহীন, সহ-সভাপতি আমানুল হক বাবুল, সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল, সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান সুমন, অর্থ সম্পাদক আমিনুল হক আমিন, সাংবাদিক দীপন বিশ^াস, রফিক মাহমুদ, মাহমদুল হক বাবুল ও শফিউল্লাহ শাহীন।

পাঠকের মতামত: