ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

কক্সবাজার জেলা ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫প্রাপ্তসহ কৃতী সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি:: ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫সহ কৃতীত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা রোববার ১৯মে স্থানীয় মিলনায়তনে সম্পন্ন হয়েছে। জেলা ছাত্রশিবিরের সভাপতি মু. রবিউল আলমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোবারক হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মু. কামরুল হাসান। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ শওকত মুহাম্মদ আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মুহাম্মদ হেদায়াত উল্লাহ, সাবেক জেলা সেক্রেটারি মাহফুজুল করিম ও সাবেক ছাত্রনেতা চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার। বর্ণাঢ্য অনুষ্ঠানে জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে আফতাকিল হোসাইন ফাহিম ও মিফতাহুল জান্নাত আফিফা শুভেচ্ছা বক্তব্য রাখেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সভাপতি রবিউল আলম। বক্তারা তাদের বক্তব্যে বলেন, যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে আজকের মেধাবিদের নৈতিক মূল্যবোধ সম্পন্ন আলোকিত মানুষ হিসেবে তৈরি হতে হবে। নৈতিকতা সম্পন্ন সেই দেশপ্রেমিক সোনার মানুষ গড়ার কাজটি করে যাচ্ছে ইসলামী ছাত্রশিবির। বক্তারা- ইসলামী ছাত্রশিবিরের পতাকাতলে সমবেত হয়ে আগামীর রাষ্ট্র পরিচালনায় নিজেকে যোগ্যতম নাগরিকে পরিণত করতে আজকের কৃতী শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পড়ালেখার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ তথা নৈতিক শিক্ষায় এগিয়ে আসার আহবান জানান। এসময় জেলা ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

পাঠকের মতামত: