ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

কক্সবাজারে নতুন সিভিল সার্জন আবদুল মতিনের যোগদান

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ::

কক্সবাজারে নতুন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবদুল মতিন যোগদান করেছেন। ডাঃ মোহাম্মদ আবদুল মতিন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ রফিকুস সালেহীন থেকে ১১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন। কক্সবাজারের সাবেক সিভিল সার্জন ডাঃ আবদুস সালাম পদোন্নতি পেয়ে গত ৮ অক্টোবর ডাঃ রফিকুস সালেহীনকে সিভিল সার্জনের দায়িত্ব অর্পন করে তিনি উপ পরিচালক (স্বাস্থ্য) হিসাবে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে যোগদান করেন।

কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগের কর্ণধার নতুন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আবদুল মতিন কক্সবাজারে যোগদানের আগে পটুয়াখালী জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ছিলেন বলে কক্সবাজার সিভিল সার্জন অফিসের প্রধান সহকারী মোঃ রফিকুল জানিয়েছেন।

নতুন সিভিল সার্জন মোহাম্মদ আবদুল মতিন কক্সবাজারে যোগদানের পর সিভিল সার্জন কার্যালয়ের ডাক্তার, কর্মকর্তা, কর্মচারীরা তাঁকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান।

পাঠকের মতামত: