ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

কক্সবাজারের ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

ঈদগাঁও প্রতিনিধি :: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও-ইসলামাবাদ শাহ ফকির বাজারে যাত্রীবাহী পরিবহন হানিফের চাপায় মোহাম্মদ কালু নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।

এ ঘটনায় টমটম চালকসহ আরো এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

১৫ আগস্ট দুপুর সাড়ে ১২ টার দিকে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাস জব্দ ও চালককে আটক করেছে ঈদগাঁও পুলিশ। মৃতদেহ ঘটনাস্থলে রয়েছে। ডুলহাজারা হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।

নিহত মোহাম্মদ কালু ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী গ্রামের বাসিন্দা বলে স্থানীয়রা নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত কালু ঈদগাঁও বাজারে যাওয়ার জন্য ইজিবাইক (টমটমে)উঠছিল।

এ সময় কক্সবাজারমুখি হানিফ পরিবহনের বাস ঢাকা মেট্রো ব-১১-১২৪৭ গাড়ীটি সজোরে কালুকে ধাক্কা দিলেই ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং টমটম চালকসহ আরো একজন যাত্রী গুরুতর আহত হয়েছে। পাশাপাশি ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের এএসআই লিটনুর রহমান জয় স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাস জব্দ ও চালককে আটক করে তদন্ত কেন্দ্রে আটক রাখে।

ঈদগাঁহ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি তদন্ত) মোঃ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পাঠকের মতামত: