প্রেস বিজ্ঞপ্তি :: দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করাই আওয়ামী লীগের রাজনীতি। আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন কর্মকান্ড চলছে এবং দেশকে এগিয়ে দিচ্ছেন এটাই বাস্তব উদাহরণ। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নশীল দেশের মধ্যে অন্যতম। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষা, যোগাযোগসহ বিভিন্ন পর্যায়ে উন্নয়েন ঘটিযয়েছেন। শেখ হাসিনার যোগ্য নেতৃত্তের কারণে দেশের অর্থায়নে পদ্মা সেতুর মতো একটি বড় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। বিগত সময়ে বিএনপি-জামায়াত জোট সরকার হাজারো প্রতিশ্রুতি দিলেও একটিও বাস্তবায়ন করতে পারেন নি। শেখ হাসিনা প্রতিশ্রুতির রাজনীতি করেনা। তাই দেশের উন্নয়নে আমরা সবাই শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করে যেতে হবে। ২০২১ সালের বিজয়ের মাসেই কুতুবদিয়া বিদু্যতের আলোয় আলোকিত হবে।
কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগের নবনির্বাচিত কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে দেওয়া এক সংবর্ধনার জবাবে কেন্দ্রীয়ে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা একথা বলেন।
সংবর্ধিত অতিথি কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের পিছনে থাকানোর সময় নেই। বাংলাদেশে এখন অনেক দ‚র এগিয়ে গেছে। বর্তমানে কুতুবদিয়া উপজেলায় প্রভুত উন্নয়ন হয়েছে। আগামীতে আরো উন্নয়ন হবে। আমরা চাই আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কুতুবদিয়ার উন্নয়নের জন্য কাজ করি। এসব উন্নয়ন কর্মকান্ডকে সহ্য করতে না পেরে নানা বির্তকে নেমেছে একটি মৌলবাদী চক্র। তাদের অপপ্রচারের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লাড়তে হবে।
সংবর্ধনা সভায় প্রধান অতিথির মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, সরকার এক ছটাক লবণও আমদানি করবেনা, তাই লবণের মুল্য বৃদ্ধি পাবে তা নিশ্চত। ইতিমধ্যে কুতুবদিয়া উপজেলায় সাবমেরিন ক্যাবলের জাতীয় গ্রীড থেকে বিদু্যৎ সংযোগ হবে। ২০২১ সালের বিজয়ের মাসেই এ প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে কুতুবদিয়া আলোকিত হবে। এটি কুতুবদিয়াবাসীর প্রাণের দাবী হলেও বিগত সময়ে এই গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন কোন সরকার বাস্তবায়ন করেনি। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কুতুবদিয়া বাসীর প্রাণের দাবী বাস্তবায়ন করছে। ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ এর কাজ শুরু হয়েছে স্থায়ী বেড়ীবাঁধ নির্মাণ কাজ। আশা করি অচিরেই তা পূর্ণতা লাভ করবে। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিগত ৭ বছরে বহু উন্নয়ন হয়েছে। ইনশাআল্লাহ আপনারা সহযোগীতা করেন আরো উন্নয়ন হবে।
শনিবার (১২ ডিসেম্বর) বেলা ১২টায় কুতুবদিয়া আদর্শ হাইস্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর এর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ উল্লাহ চৌধুরী ও যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম কুতুবী মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া, জেলা আওয়ামী লীগ নেতা শফিউল আলম কুতুবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুচ্ছফা বিকম, মাহবুবুল আলম মাতবর, হাজী মোহাম্মদ তাহের, বড়ঘোপ আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, সৈয়দা মেহেরন্নেছা, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, মনির মাতবর, ছাত্রনেতা এইচ এম সাজ্জাদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম লালা, সাবেক যুবলীগ নেতা মিজবাহ উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি -সাধারণ সম্পাদকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পাঠকের মতামত: