ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

উখিয়া-টেকনাফবাসীর অধিকার ও অস্তিত্ব রক্ষায় দাবিতে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ::
উখিয়া-টেকনাফের প্রাকৃতিক বিপর্যয় রোধ, আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নয়ন, বিধবস্থ অবকাঠামোর রক্ষণাবেক্ষণ, রোহিঙ্গা ক্যাম্পে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও তাদের অবাধ বিচরণ বন্ধ, সড়ক পথ নিরাপদ করণে ভারী যানবাহন চলাচলে নির্দিষ্ট সময় ঠিক করা, রোহিঙ্গাদের বাসস্থানের জন্য উজাড়কৃত বনাঞ্চল রক্ষায় নতুন বনায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বিভিন্ন এনজিওতে স্থানীয় শিক্ষিত তরুণ-তরুণীদের অগ্রাধিকার নিশ্চিত করার দাবীতে উখিয়া সমিতি চট্টগ্রামের উদ্যোগে ২৭ জানুয়ারী বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মায়ানমার বার বার তালবাহানা করছে।

এদিকে দীর্ঘদিন বিশাল জনগোষ্ঠীর অবস্থানের কারণে উখিয়া টেকনাফের প্রাকৃতিক পরিবেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়ছে। এ থেকে উত্তরণে জাতিসংঘের মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মায়ানমারের উপর চাপ প্রয়োগ করতে বক্তারা সরকারের কাছে জোর দাবী জানান।

সমিতির সহ-সভাপতি অধ্যাপক এ.কে.এম নুরুল বশর সুজনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন এডভোকেট মোহাম্মদ ছমিউদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আজিজুল হক, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, অধ্যাপক মোজাফফর আহমেদ, ডা: মোহাম্মদ আয়াজ, পরিতোষ বড়–য়া, এম এ ফজল, ইফতিয়াজ নুর নিশান, আবদুল মোমেন, জালাল উদ্দিন কাওসার, রফিকুল ইসলাম, ওয়াহিদুর রহমান, মোশারফ হোসেন, মো: শিমুল, মামুনুর রশীদ প্রমুখ।

পাঠকের মতামত: