ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

উখিয়ায় গলায় ফাঁস দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা

ফারুক আহমদ, উখিয়া :

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ইয়াছিন আরফাত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত সোমবার রাত ১১ টার দিকে নিজ বাড়ীতে এ ঘটনাটি ঘটেছে। মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। সে জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার ময়নাতদন্ত ছাড়া স্থানীয় খবরস্থানে তার লাশ দাপন করা হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন, স্কুল ছাত্রের আত্মহত্যার বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি।

পাঠকের মতামত: