শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার ॥
কক্সবাজারের উখিয়ার গহীন অরণ্য থেকে ধারালো অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিনের (র্যাব) সদস্যরা।
সোমবার (১৯ মার্চ) দিনগত মধ্যরাতে কুতুপাংয়ের গহীন অরণ্যের মধুরছড়া ক্যাম্প থেকে দু’টি রাম দা, দু’টি কিরিচ, তিনটি ছোট দা ও চারটি মোবাইল ফোনসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের বি-বি জোনের ব্লক ১-২ এর বাসিন্দা মৃত রফিকের ছেলে করিম (৪৬), একই ক্যাম্পের ব্লক এএ-বি’র মৃত হাবিবুল্লাহর ছেলে আমিন (২৬), একই ব্লকের নুর মোহাম্দদের ছেলে শাকের (২০), ব্লক ই-১ (নতুন)’র মৃত নুর আলমের ছেলে রশিদ (২১) ও নাইটংপাড়ার আবু বক্করের ছেলে নূর ইসলাম (২৬)।
মঙ্গলবার (২০ মার্চ) দুপুর ১টার দিকে র্যাব-৭ এর সিনিয়ির সহকারী পরিচালক (মিড়িয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান এক সংবাদ বিঙ্গপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ে করে উখিয়া থানায় সোপার্দ করা হয়েছে বলেও জানান তিনি।
পাঠকের মতামত: