কায়সার হামিদ মানিক, উখিয়া ::
উখিয়ার পর্যটন নগরী ইনানীতে জায়গাজমির দাম বেড়ে যাওয়ায় এক শ্রেণীর ভুমি দস্যুরা অসহায় গরীব মানুষদের জায়গা দখলে নিতে ব্যস্ত হয়ে পড়েছে।এরই ধারাবাহিকতায় অসহায় গরীব এক মুক্তিযোদ্ধার জায়গা দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে ভূমি দস্যুরা।তান্ডব আশংখাজনক ভাবে বেড়ে গেছে। একশ্রণীর চাঁদাবাজ সিন্ডিকেট এলাকায় দাপট দেখিয়ে প্রতিনিয়ত অসহায় মানুষদের জায়গা কেড়ে নিয়ে জিম্মি করে রাখে।
জানা যায়।উখিয়ার উপকু্লীয় ইনানী মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন নারিকেল বাগান এলাকায় সাবেক সেনা সদস্য ও মুক্তিযোদ্ধা মফজল আহমদের পৈতৃকও খরিদা সুত্রে ৮৬ শতক জমি রয়েছে। সম্প্রতি মেরিনড্রাইভ সংলগ্ন ইনানী মৌজার জমি জমার দাম বেড়ে যাওয়ায় এলাকার একশ্রেণীর ভুমিদস্যুও চাঁদাবাজদের দৃষ্টি পড়ে।
সরেজমিন ঘুরে দেখা যায়, মুক্তিযোদ্ধা মফজল আহমদের জমিতে চারিপার্শে ইটের বাউন্ডারী দেয়াল রয়েছে। বয়োবৃদ্ধ মুক্তিযোদ্ধা মফজলের ভাতিজা নুরুল আমিন জানান, ইনানীর বিভিন্ন এলাকায় ভুমিদস্যুতা থেমে নেই। তারা সংঘবদ্ধ। বহিরাগত জমি খরিদকারী কেউ, না হয় দুর্বল কোন অসহায় লোকের জমি জবর দখলের জন্য হানা দেয়। হয়তো চাঁদা, নয়তো জমি জবর দখল। এভাবে চলছে ইনানীতে প্রতিদিন অহরহ ঘটনা।
ভুক্তভোগী উখিয়ার সমুদ্র উপকুল ইনানীর বাসিন্দা মফজল আহমদ সাংবাদিকদের জানান, ১৯৫৪ সালে তার পিতার খরিদা জমি। সেসময় থেকে এপর্যন্ত প্রায় বাহাত্তর বছর তাদের ভোগদখলে রয়েছে। পঁচাত্তর উর্ধ সাবেক সেনা সদস্য ও মুক্তিযোদ্ধা এখন বয়সের ভারে ন্যুয়ে পড়ছে। তার এ সম্পত্তি পরিমান ৮৬ শতক। দেখা শোনা করেন তার আপন ভাতিজা নুরুল আমিন।
সম্প্রতি মেরিনড্রাইভ সংলগ্ন জমির বাজার মুল্য বৃদ্ধি পাওয়ায় এই জমিতে অনেকের লোলুপ দৃষ্টি পড়ে। এরই ধারাবাহিকতায় এলাকার জনৈক সাবেক ইউপি সদস্য সামসুল আলম এই জমি জবর দখলের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে।
স্থানীয় আলমগীর, কফিল উদ্দিন, মিজান, আবদুচ ছালাম, মো: সেলিম, সাইফুলও নজরুল ইসলাম সহ একাধিক লোক জানান, তারা ছোটকাল থেকে দুই কানির মত এই জমিতে মুক্তিযোদ্ধা পরিবার বসবাস করে আসছে।
তারা বলেন, এক সময় ওই জমিটি হাওড়ের মত ছিল। সেখানে প্রচুর মাছের চাষ হতো। সেখানে প্রচুর মাছ হতো।
এ ব্যাপারে জানতে চাইলে সামসুল আলম বলেন, আমাদের ওই জমির অরেজিকৃত বায়না দলিল রয়েছে। সে কারনেই সাইনবোর্ড টাঙ্গিয়ে ছিলাম। বর্তমান দখলকারীরা আমাদের বিরুদ্ধে মামলা করাতে সাইনবোর্ডটি উঠিয়ে নিয়েছি। আমরা দেশের আইনকে শ্রদ্ধা করি।
- চকরিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
- ইসলামের বৃহৎ স্বার্থে চকরিয়া জামায়াতে ইসলামীর সাথে একটেবিলে বসতে চায়
- চকরিয়ায় চিংড়িঘের দখল নিয়ে দু-গ্রুপে সংঘর্ষে গুলিবিদ্ধ ১, অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক
- চকরিয়ায় পৌরশহরের তিনটি আবাসিক হোটেল ও চারটি রেস্টুরেন্টে অভিযান
- কিশলয় শিক্ষা নিকেতন স্কুলে বিলুপ্ত কমিটির স্বাক্ষর নিয়ে বিল ভাউচার করার অভিযোগ
- শীতের কম্বল দিতে বেড়িয়ে পড়েন চকরিয়ার মানবিক ইউএনও আতিকুর রহমান
- চকরিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ইউপি মেম্বারসহ আহত ৪
- কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার চৌধুরী
- পেকুয়ায় রব্বত আলী পাড়া সড়কে গাড়ি চলে না ২০ বছর!
- চকরিয়ায় বাস চাপায় বৃদ্ধ নিহত
- চকরিয়ায় সংঘবদ্ধ ধর্ষণরর মামলার অন্যতম আসামি ফারুককে গ্রেফতার করেছে র্যাব
- চকরিয়ায় সংঘবদ্ধ কিশোরী ধর্ষণকাণ্ডে ৭ জন গ্রেফতার, ৩ জন জেলহাজতে
- জমজম হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু ডাক্তারের বক্তব্য
- চকরিয়ায় পৌরশহরের তিনটি আবাসিক হোটেল ও চারটি রেস্টুরেন্টে অভিযান
- খুটাখালীতে শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণ
- শীতের কম্বল দিতে বেড়িয়ে পড়েন চকরিয়ার মানবিক ইউএনও আতিকুর রহমান
- সঙ্গী হাতির আক্রমণে কৃষক নিহত চকরিয়ায়
- পেকুয়ায় রব্বত আলী পাড়া সড়কে গাড়ি চলে না ২০ বছর!
- নাইক্ষ্যংছড়িতে হতদরিদ্রদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ
- কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার চৌধুরী
- চকরিয়ায় রেল স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করেছে দুবৃর্ত্তরা
- কিশলয় শিক্ষা নিকেতন স্কুলে বিলুপ্ত কমিটির স্বাক্ষর নিয়ে বিল ভাউচার করার অভিযোগ
পাঠকের মতামত: