সংবাদ বিজ্ঞপ্তি ::
সাবেক ও বর্তমানদের নিয়ে ঈদ পুনর্মিলনী করেছে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রশিবির।
বৃহস্পতিবার (৬ জুন) সকালে সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর জননেতা মাওলানা মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, বিরোধী শক্তির অনেক প্রতিবন্ধকতা মোকাবেলা করে ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের একটি অপ্রতিদ্বন্দ্বী ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। আন্দোলন সফল করতে নৈতিক মান সম্পন্ন জনশক্তি তৈরীতে আরো যত্নবান হতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক তৌহিদুল ইসলাম।
ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শিবিরের সভাপতি মুহাম্মদ রাশেদুল হকের সভাপতিত্বে পুনর্মিলনীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আবদুল্লাহ আল গালিব, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা জামায়াতের আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদি, নায়েবে আমীর ডাক্তার আমির সুলতান, কক্সবাজার শহর শিবিরের সাবেক সভাপতি মোঃ তৈয়ব উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, সাবেক শিবির নেতা এডভোকেট আমিনুল হক, সিরাজুল ইসলাম, আতিক সুজন।
ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শিবিরের সাধারণ সম্পাদক আবদুল আলিমের সঞ্চালনায় প্রাক্তন-বর্তমানদের পুনর্মিলনীতে জামায়াত নেতা মাওলানা নুরুল আজিম, বশির আহমদ, সাবেক ছাত্র নেতা মোঃ ইউসুফ, ডাঃ সোলাইমান মোর্শেদ, আবুল কাশেম ফোরদৌসী, মোঃ শাহজাহান, ঈদগাঁও কলেজ সভাপতি রুহুল আমিন, শিবির নেতা আবদুল আজিজ, দেলোয়ার হোসেন, নুরুন্নবীসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত: