ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

ঈদগাঁওয়ে পাহাড় কাটার দায়ে এক নারীকে ১ বছর কারাদন্ড

সেলিম উদ্দীন, ঈদগাঁও ::

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগাঁও রেঞ্জের আওতাধিন ঈদগাঁও বনবিট এলাকার ডুলাফকির মাজার গেইট পয়েন্টে অবৈধ ভাবে পাহাড় কাটার দায়ে মনজিয়ারা নামের এক নারী আটক করেছে কক্সবাজার পরিবেশ অধিদপ্তর ও বনবিভাগ। পরে সদর ইউএনও হাবিবুল হাসানের নিকট তাকে সোপার্দ করে আদালতের মাধ্যমে এক বছরের কারাদন্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। সে ইসলামাবাদ ইউনিয়নের আওলিয়াবাদ গ্রামের শাহ আলমের স্ত্রী। সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব, কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মুর্শেদের যৌথ অভিযানে ঐ নারীকে গ্রেফতার ও মাটি কাটার সারাঞ্জাম জদ্ধ করা হয়। এসময় ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম, বিটকর্মকর্তা মো: ইলিয়াছ হোসেন, বনপ্রহরী, হেডম্যান, ভিলেজাররা উপস্থিত ছিলেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম বলেন, পাহাড় কাটার খবর পেয়ে এদিন বিকেলে পরিবেশ অধিদপ্তর ও বনবিভাগের লোকজন ঘটনাস্থলে যায়। এসময় মনজিয়ারা নামের এক নারীকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যায়। তাকে সদর ইউএনও’র কাছে সোপার্দ করে আদালতের মাধ্যমে এক বছরের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

পাঠকের মতামত: