ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

ঈদগাঁও’র গহীন বন থেকে অজ্ঞাত নামা মরদেহ উদ্ধার

সেলিম উদ্দীন, ঈদগাঁও ::

কক্সবাজার প্রতিনিধি, কক্সবাজারের সদর উপজেলার ঈদগাঁও-ইসলামাবাদ ইউনিয়নের রাজঘাট বনে হাতির আক্রমনে অজ্ঞাত নামা একব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৩নভেম্বর) সকালে ঈদগাঁও তদন্ত কেন্দের পুলিশ ওই মরদেহটি উদ্ধার করেন। তবে এই ঘটনাটি হাতির হামলা বলা হলেও নিশ্চিত করে পুলিশও কিছু জানাতে পারেনি।

জানা গেছে, কক্সবাজার সদর থানার ইসলামাবাদ ইউনিয়নের তিনমুখা পাহাড়ের ভিতরে রাজঘাট বনবিটের অধীনে বনের ভেতর অজ্ঞাত নামা ব্যক্তির মরদেহ স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দের এসআই শাহাজ উদ্দিন বলেন, বনের ভেতর হাতির আক্রমনে একজন অজ্ঞাত লোক মারা যান। স্থানীয় এলাকাবাসীকে সাথে নিয়ে শনিবার সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় ইউডি মামলা হয়েছে।

পাঠকের মতামত: