ঢাকা,বুধবার, ৬ নভেম্বর ২০২৪

ঈদগাঁওতে বীর মুক্তিযোদ্বা রাজা মিয়া সেতুর নির্মান কাজের উদ্বোধন

এম আবুহেনা সাগর,নিজস্ব প্রতিনিধি, ঈদগাঁও ::

বহুল প্রতিক্ষিত ঈদগাঁও খালের উপর বীর মুক্তিযোদ্ধা এসটি এম রাজা মিয়া সেতুর ভিত্তি প্রস্থর স্থাপন হলো। এ লক্ষে ১ নভেম্বর বিকেলে ঈদগাঁও বাশঁঘাটায় ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি চেয়ারম্যান নুর ছিদ্দিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়। রাজা মিয়া সেতুর নির্মান কাজের শুভ উদ্বোধন করেন সদর রামু আসনের মাননীয় সাংসদ আলহাজ সাইমুম সরওয়ার কমল। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন – সদর আওয়ামীলীগের সভাপতি আবু তালেব,সাধারন সম্পাদক মাহমুদুল করিম মাদু, জেলা যুবলীগ সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী হুমু, সদর আ,লীগ সহ সভাপতি ফরিদুল আলম, যুগ্ন সম্পাদক বদিউল আলম আমির, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ, দপ্তর সম্পাদক মহিদ উল্লাহ, ঈদগাঁও আ,লীগ সভাপতি সোহেল জাহান চৌধুরী,সাধারন সম্পাদক তারেক আজিজ,জালালাবাদ সভাপতি সেলিম মোশেদ ফরাজী, পোকখালী আ,লীগ সাধারন সম্পাদক ও চেয়ারম্যান রফিক আহমদ,চৌফলদন্ডী সভাপতি এহেচান উল্লাহ,সাধারন সম্পাদক শাহজাহান মনির, যুবলীগ নেতা নাছির উদ্দিন জয়, দিদারুল আলম, এনাম রনি, শ্রমিক নেতা ও রাজা মিয়ার সন্তান আমজাদ হোসেন ছোটন রাজা, আবু বক্কর ছিদ্দিক বান্ডি, চন্ডি আচায্য,ছাত্রলীগ নেতা রাশেদ উদ্দিন রাশেল, আবুহেনা বিশাদ,ইরফানুল করিমসহ বিপুল সংখ্যক লোকজন সমবেত হন। শুরুতে যুবলীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগের পক্ষ থেকে মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন নেতাকর্মীরা। জানা যায়, কক্সবাজার এলজিইডির বাস্তবায়নে আইআরডি আইডিপি-২ শীর্ষক প্রকল্পের আবহমান ঈদগাঁও ফুলেশ্বরী নদীর উপর দিয়ে বয়ে যাওয়া বাঁশঘাটা ব্রীজটি সদর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া সেতুর নামকরণ করে দুই কোটি ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ কাজের আনুষ্টানিক উদ্বোধন হয়েছে। এদিকে সেতুটি নির্মাণ হলে তিন ইউনিয়নের বাসিন্দাদের ভোগান্তি লাঘব হবে। ফিরে আসবে প্রাণ চাঞ্চল্য। শিক্ষার্থীদের মাঝ থেকে কেটে যাবে ভয়। ব্যবসায়ীদের মাঝে ফিরে আসবে বিপ্লব। উল্লেখ্য,দুুই বছর পূর্বে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে দেবে যায় সেতুটি। দীর্ঘকাল ঝুলন্ত ব্রীজ দিয়ে ঝুকিপূর্ণ পরিবেশে মানুষ চলাচল করে আসছিল। অবশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়ার এলাকাবাসীর মাঝে খুশির আমেজ বিরাজ করছে।

পাঠকের মতামত: