ঢাকা,শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

ইসলামপুর থেকে ৫৪ বস্তা শীতবস্ত্র জব্দ

সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি ::

eidguকক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস পূর্ব পাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকা থেকে ৫৪ বস্তা শীতবস্ত্র উদ্ধার করেছে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামানের নের্তৃত্বে ওই অভিযান পরিচালিত হয়। জব্দকৃত শীতবস্ত্র জেলা ত্রাণ ও পূর্ণবাসন কেন্দ্রে জমা দেয়া হয়েছে বলে পুলিশ সূত্র জানায়।
তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামান জানান, জব্দকৃত শীতবস্ত্রের গাইডগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। তবে এসব শীতবস্ত্র কোথা থেকে এসেছে কিংবা গাইডগুলোর মালিক কে এ ব্যাপারে তিনি কোনকিছু জানাতে পারেননি। নাম প্রকাশ না করার শর্তে এলাকার বেশ কয়েকজন জানান, মধ্যপ্রাচ্য ভিত্তিক একটি অজ্ঞাত এনজিও সংস্থা ওই এলাকায় বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্রগুলো পাঠিয়েছিল বলে জানায়। ##

পোকখালীতে যুবলীগের ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

……………………………………………………….
সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি,

বাংলাদেশ আওয়ামী যুবলীগ পোকখালী ইউনিয়ন শাখা ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সম্মেলন গতকাল শুক্রবার স্থানীয় গোমাতলী আদর্শ উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোকখালী ইউনিয়ন যুবলীগের আহবায়ক আ.ন.ম আমজাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি জালালাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ওসমান সরওয়ার ডিপো, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন সাম, সাবেক যুবলীগ সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, সাংগঠনিক উপজেলা সৈনিকলীগের সভাপতি মোস্তফা হেলালী, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ ইলিয়াছ, পোকখালী বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক হেলাল উদ্দিন, ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জুনাইদ, ৫নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জয়নাল উক্ত সম্মেলনে উপস্থিত যুবলীগের কর্মীদের প্রত্যক্ষ ভোটে ৭নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ এরশাদুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ, ৮নং ওয়ার্ডে সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ, সাধারণ  সম্পাদক রশিদ আহমদ, ৯নং ওয়ার্ডের সভাপতি সলিম উল্লাহ, সাধারণ সম্পাদক আলীমুল ইসলাম নির্বাচিত হন। সভা সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন ও সাজ্জাদ সেনাগীর। আরো উপস্থিত ছিলেন রহমান, দিদার, আজিজ, সাহেদ, কমরু, মহি উদ্দিন, সাহ আলম, সোনা মিয়া, জহুর আহমদ,সাইফুল্লাহ, রফিক, সাজেদুল, আবদুল্লাহ, মোহাম্মদ শফিকসহ আরো অনেক।##

ইসলামাবাদে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

………………………………………………
সেলিম উদ্দিন, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি,

কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোগে এবার ১৯ জন বিদায়ী ও চারজন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিলেন। ২৮ জানুয়ারী দুপুর ১২টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের সাতজুলাকাটা এলাকায় ডুলাফকির (রহঃ) মিশকাতুন্নবী দাখিল মাদ্রাসার এক অনুষ্ঠানে ট্রাস্ট লাইফের উদ্যোগে এ সম্মাননা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ট্রাস্ট লাইফের এসএমডি মোশাররফ হোসেন রানা, আহমেদ হোসেন ছানি, বশির আহমদ, হাফেজ মোঃ নুরুল আমিন, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম ও রাশেদুল ইসলামসহ আরো অনেকে। এসময় মাদ্রাসার বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: