ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

আধুনিক ও সমৃদ্ধশালী চকরিয়া-পেকুয়া গড়তে হাতুড়ি’তে ভোট দিন : হাজী বশির

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় নেতা, চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বিশিষ্ঠ শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা হাজী মো: বশিরুল আলম আধুনিক ও সমৃদ্ধশালী উপজেলা গড়তে তার নির্বাচনী প্রতীক হাতুড়ি মার্কায় ভোট চেয়েছেন। শনিবার (২২ ডিসেম্বর) রাত ৮টায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তার ২০ দফা নির্বাচনী ইশতেহার নিয়ে আলোচনা করেন। ওয়ার্কার্স পার্টির প্রার্থী হাজী বশির বলেন, তিনি নির্বাচন প্রচার শুরু থেকে চকরিয়া-পেকুয়ার কাংখিত উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করতে ২০ দফা ঘোষণা করেন। তিনি বলেন, উন্নয়নে প্রধান বাধা লাগামহীন দূর্নীতি-অনিয়ম, তাই নির্বাচিত হলে এ সমস্যা দূর করা হবে। বর্তমানে সমস্ত নিরীহ ও আইনের প্রতি শ্রদ্ধাশীল মানুষ আশ্রয়হীন ও অসহায়। তাই এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ ও দখল-বেদখল রুখতে ভূমিকা রাখবেন। চকরিয়া-পেকুয়ায় মুক্তিযোদ্ধের চেনতায় বিশ্বমানে উন্নীত করার পরিকল্পনা ও কর্মসূচী নেবেন, ড. ইউনূছের গ্রামীণ ব্যাংকের নামে অবৈধভাবে বরাদ্দকৃত চিংড়ি প্লট দরিদ্র উপকার ভোগীদের মাঝে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করবেন। স্কুল,কলেজ, মাদরাসা, মসজিদ, উপসনালয়, এতিম শিশু নিবাস, গণপাঠাগার প্রতিষ্ঠা করবেন। নদী-খাল খনন ও তীরের বাধ নির্মাণ ও সংষ্কার করে মাতামুহুরী নদীসহ সব নদী শাসনের ব্যবস্থা করা হবে। লবণ চাষে আধুনিকায়ন ও চাষীরা ন্যায্যমূল্য পাওয়ার ব্যবস্থা করবেন। উপজেলা আইনশৃংখলা সভায় সকল রাজনৈতিক দলের প্রতিনিধি রাখার ব্যবস্থাসহ সর্বক্ষেত্রে ন্যায্যতা, সমতা ও ইনসাফ প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন। তাই তিনি চকরিয়া-পেকুয়াবাসীর কাছে আগামী ৩০ ডিসেম্বর তার নির্বাচনী প্রতীক হাতুড়ি মার্কায় মূল্যবান রায় কামনা করেন।

পাঠকের মতামত: