ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

আধা ঘণ্টার বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম নগরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:  পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা বিশ্বজিৎ চৌধুরী বলেন, আজ রবিবার বিকেল তিনটা পর্যন্ত পতেঙ্গায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে দুপুর ১২টা থেকে বিকেল তিনটা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ১৭ মিলিমিটার। সকাল ১০টা ৩৯ মিনিটে জোয়ার এসেছিল। সেই জোয়ার বৃষ্টিপাত যখন হচ্ছিল, তখনও ছিল। ফলে বৃষ্টির পানি দ্রুত নামতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

নগরীর আগ্রাবাদ এলাকার বাসিন্দা ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, গত দুই বছরের বেশি সময় ধরে আগ্রাবাদ এক্সেস রোডের বেহাল দশার কারণে এই এলাকার মানুষগুলো এবং প্রতিদিন ব্যবসায়ীক কারণে আসা ভাসমান পথচারীরা সীমাহীন দুর্ভোগ সহ্য করছে। তার ওপর আগাম বর্ষা মৌসুম শুরু হওয়ার কারণে এই দুর্ভোগে মানুষের নাভিশ্বাস ওঠেছে। অপেক্ষাকৃত নিমাঞ্চল হওয়ার কারণে এখানে জলাবদ্ধতা বেশি সময় ধরে থাকে। ফলে আমাদের কষ্ট ও দুর্ভোগ পোহাতে হচ্ছে বেশি।

পাঠকের মতামত: