ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

আইনজীবী সমিতির পুরাতন ভবনের দেয়াল পড়ে এক শ্রমিকের মৃত্যু

এম শফিউল আলম আজাদ :: কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বর্ধিত পুরাতন টিনসেড ভবন ভাঙ্গতে গিয়ে ২ নম্বর চেম্বারের দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলে একজন শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার ২৫ জুন সকাল সাড়ে ৯ টার দিকে এ দুঘর্টনা ঘটে। নিহত শ্রমিকের নাম মোহাম্মদ উল্লাহ মাইজ্জ্যা (৪০)। সে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের নাজির হোসেনের পুত্র। আইনজীবী সমিতির বহুতলা ভবন নির্মাণ করার জন্য সেমিপাকা অস্থায়ী চেম্বারগুলো ভেঙ্গে ফেলা হচ্ছিল। ভাঙ্গার দায়িত্বে থাকা শ্রমিক সর্দার মোহাম্মদ ইউসুফ সিবিএন-কে জানান, নিহত শ্রমিকের সম্পূর্ণ অসর্তকা বশতঃ এ দূর্ঘটনা ঘটেছে। নিহত শ্রমিক মোহাম্মদ উল্লাহ’র লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে বলে শ্রমিক সর্দার মোহাম্মদ ইউসুফ সিবিএন-কে জানান। দুর্ঘটনা সম্পর্কে জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আ.জ.ম মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল জানান-অস্থায়ী সেমিপাকা চেম্বার গুলো সেখানে থাকা আইনজীবীরা নিজ নিজ দায়িত্বে সরিয়ে নিয়ে যেতে ভাঙ্গারী কে দায়িত্ব দিয়েছিল বলে শুনেছি, এখানে ভাঙ্গার কাজে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কোন দায়দায়িত্ব নেই। তারপরও আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সিদ্ধান্ত সাপেক্ষে নিহত শ্রমিকের মানবিক বিষয়টা দেখবেন বলে কক্সবাজার মেইল-কে তাঁরা জানিয়েছেন।

পাঠকের মতামত: