ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

১০ সিট পেলেও আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে

সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, বিএনপি যেকোনো পরিস্থিতিতে নির্বাচনে অংশগ্রহণ করবে। ২০১৪ সালে ৫ জানুয়ারি নির্বাচনে অংশ না নেওয়া ভুল ছিল, এটা তারা মর্মে মর্মে বুঝতে পারছে। ১০ সিট পেলেও তারা আগামীতে নির্বাচনে অংশ নেবে। তা না হলে দলটি বিলুপ্ত হবে।1111

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নোবেল বিজয়ী ড. মুহম্মদ ইউনূসের সমালোচনা করে আব্দুল মান্নান বলেন, পদ্মাসেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলের জন্য তিনি হিলারি ক্লিনটনের কাছে গিয়েছিলেন। সবধরনের চেষ্টা তিনি করেছিলেন। ইউনূস সেন্টার থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানানো হয়েছে, এটা দৃষ্টতা ছাড়া কিছুই নয়।

সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন সন্ত্রাসী হামলায় নিহতের ঘটনার এক মাস অতিবাহিত হলেও খুনিদের ধরতে না পারায় ক্ষোভ প্রকাশ করে আব্দুল মান্নান বলেন, অবিলম্বে খুনিদের সনাক্ত করে তাদের গ্রেপ্তার করতে হবে।

 

 

পাঠকের মতামত: