ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে-ভারতীয় হাই কমিশনার

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার, ২৬ অক্টোবর ॥

ভারতীয় হাই কমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রীংলা বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি শুক্রবার ২৬ (অক্টোবর) কক্সবাজারে জেলা পূজা উদযাপন পরিষদের সাথে এক মতবিনিময় সভায় একথা বলেন।

কক্সবাজারের স্থানীয় একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট রনজিত দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাহিদুর রহমান, জেলা অওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভা মেয়র মুজিবুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মাসহ সংশ্ল্্িষ্টরা বক্তব্য রাখেন।

এ সময় পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ জেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: