ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

লোহাগাড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

চট্টগ্রাম প্রতিনিধি ::bman

চট্টগ্রামের লোহাগাড়ার দুর্গম পাহাড়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে বড় হাতিয়ার ফরিদারঘোনায় দুর্গম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাতকানিয়া সার্কেলের এএসপি থানার ওসি হাসানুজ্জামান মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুপুর পৌনে ৩টার দিকে লোহাগাড়া থানাধীন বড়হাটিয়া ফরিদারঘোনা এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। কোনও হতাহত রয়েছে কিনা তা ঘটনাস্থলে গেলে জানা যাবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল হাসান গণমাধ্যমকে জানান, ওটা ছিল বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান। দুজন পাইলট ছিল, তারা অক্ষত আছেন।

পাঠকের মতামত: