ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

রাজনৈতিকভাবে দেউলিয়া আওয়ামী লীগ: নোমান

nomanচট্রগ্রাম প্রতিনিধি :::

আওয়ামীলীগ রাজনৈতিকভাবে দেউলিয়া ও গণবিচ্ছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেছেন, নৌকা হচ্ছে দুর্নীতি ও দুর্ভিক্ষের প্রতীক। আর ধানের শীষ হচ্ছে উন্নয়ন ও উৎপাদনের প্রতীক। আগামী নির্বাচনে জনগণ ব্যালট বিপ্লবের মাধ্যমে গণবিচ্ছিন্ন আওয়ামী লীগের প্রতীক নৌকাকে প্রমত্ত পদ্মায় ডুবিয়ে দেবে। আন্দোলনের মাধ্যমে সহায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবী আদায় করে নির্বাচনে জয়লাভের মাধ্যমে বিএনপি আগামীতে সরকার গঠন করবে। চট্টগ্রামের কাজীর দেউরী ভিআইপি টাওয়ারের ব্যাংকুইট হলে দলের নেতাকর্মীসহ নগরবাসীর সঙ্গে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। নোমান বলেন, সরকার রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। জনগণের সাথে সরকারের দূরত্ব ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সরকারের পায়ের নীচে মাটি নেই। মন্ত্রী সভার কিছু অর্বাচীন সদস্য প্রতিনিয়ত মিডিয়ার সামনে তর্জন গর্জন করে সরকারকে কৃত্রিমভাবে টিকিয়ে রাখার চেষ্টা করছে। নোমান বলেন, বাংলাদেশে বিএনপিকে ছাড়া আর কোন নির্বাচন হতে দেয়া হবে না। ২০১৪ এবং ২০১৮ এর প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। ২০১৪ সালে নিয়ম রক্ষার নির্বাচনের কথা বলে প্রধানমন্ত্রী এক তরফা নির্বাচন করেছিলেন। পরে তিনি তাঁর দেয়া প্রতিশ্রুতি রক্ষা না করে ক্ষমতাকে ৫ বছরের জন্য কুক্ষিগত করেছেন। ২০১৮ সালে সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। আর কোন একতরফা নির্বাচন বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। বিএনপি আন্দোলন এবং নির্বাচন দুটোর জন্যই সমানভাবে প্রস্তুত আছে। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান মে. জে. (অব.) রুহুল আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, শ্রমিকদল সভাপতি আনোয়ার হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, প্রফেসর ড. নসরুল কদির, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম-সম্পাদক চৌধুরী ফরিদ, ড্যাব-এর সভাপতি ডা. খুরশীদ জামিল চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এমএ সবুর, এডভোকেট আবদুস সাত্তার, কাজী আকবর, কাজী বেলাল ও পটিয়া উপজেলা চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ চৌধুরীসহ নগরীর রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবি, পেশাজীবি, সাংবাদিক, মহল্লা সর্দার, জনপ্রতিনিধি এবং বিএনপি ও অংগসংগঠনসমুহের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিন জেলা এবং পার্বত্য জেলাসমূহের নেতাকর্মীরা অংশ নেন। আবদুল্লাহ আল নোমান আগত অতিথিদের স্বাগত জানান এবং কোলাকুলি করেন। তিনি নিজ হাতে অতিথিদের আপ্যায়ন করান এবং সবার সাথে কুশল বিনিময় করেন।

পাঠকের মতামত: