ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নসিমন করিমনের চালক নিহত

acccএফ এম সুমন, পেকুয়া: 

 পেকুয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক নসিমন-করিমনের চালক নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায় শুক্রবার সকাল ৭.৩০ মিনিটের সময় চকরিয়া থেকে ফার্নিচার নিয়ে আসা একটি নসিমন-করিমন গাড়ি পেকুয়া বাঘগুজারা সালাহউদ্দিন ব্রীজ পার হওয়ার সময় পাশ্ববর্তী ম্যাজিক গাড়ির সাথে ধাক্কা খেয়ে নসিমন উল্টে যায়। ঘটনাস্থলে নসিমন করিমনের চালক নিহত হন। এ সময় নসিমন করিমনের উপর থাকা ফার্নিচারের মালিক গুরুতর আহত হন। আহতকে চকরিয়া জম জম হাসপাতালে ভর্তি করানো হয়। নিহত চালক চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। তবে তাৎক্ষনিক ভাবে তার নাম জানা যায়নি।

 

পাঠকের মতামত: